ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শেখার উপায় ২০২২

ফ্রিল্যান্সিং কি

ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। যেখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোন কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং বর্তমানে অনেক জনপ্রিয় একটি পেশা বেশির ভাগ ছাত্র ছাত্রী এই পেশার সাথে সরাসরি জড়িত।

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শেখার উপায় ২০২২
ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শেখার উপায় ২০২২

ফ্রিল্যান্সিং শেখার উপায় 


ফ্রিল্যান্সিং শিখার দুইটা উপায় আছে অনলাইন অফলাইন। অনলাইনে শেখার জন্য আপনাকে ইউটিউব ভিডিও দেখতে হবে। বর্তমানে বাংলাদেশের অনেক সফল ফ্রিল্যান্সার তাদের ইউটিউব চ্যানেলে তাদের অভিজ্ঞতা ও কীভাবে কাজ করে তা তারা শেয়ার করে থাকে। 

আপনি সঠিক ভিডিও রিসার্চ করে তারপর ভিডিও দেখবেন। এছাড়াও আপনি যদি মনের মতো ভিডিও ইউটিউবে না পান তাহলে আপনি অনলাইনে কোর্স কিনতে পারেন। বর্তমানে অনেক ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং নানা রকম কাজের উপর কোর্স তৈরি করছে। 

আপনি যদি গ্রামের থাকেন তাহলে আপনার এলাকায় কম্পিউটার কোচিং সেন্টার থেকে শিখতে পারবেন।

আরো পড়ুন 



ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ

ফ্রিল্যান্সিং অনেক রকমের কাজ পাওয়া যায়। কিন্তু সব কাজ শিখা আপনার পক্ষে সম্ভব না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট কাজ জানতে হবে না। শুধু জানলে হবে না আপনাকে ওই কাজের উপর এক্সপার্ট হতে হবে। 

ফ্রিল্যান্সিং জনপ্রিয় কাজ গুলো হলো গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটার, ইত্যাদি এই কাজ গুলো অনেক জনপ্রিয়।

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য দরকার একটি কম্পিউটার বা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন এগুলো লাগবে। তাছাড়া আপনার দরকার প্রচুর দক্ষতা। কাজ যদি ভালো করে না শিখেন তাহলে কোন দিন ও কাজ পাবেন না। 

ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে

ভালো করে যদি কাজ শিখে তাহলে আপনার ১ বছরের মতো সময় লাগবে আবার এর কম সময় ও লাগবে। আসল কথা হচ্ছে আপনার শিখার ইচ্ছা বা শিখার পিছনে কত সময় দিতেছেন তার উপর সময় বা মাস নির্ভর করবে। ফ্রিল্যান্সিং শিখার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। 

ফ্রিল্যান্সিং কত প্রকার

সাধারণ ফ্রিল্যান্সিং ২ ভাবে করা যায় যেমন, 

  1. অনলাইন (online) 
  2. অফলাইন ( offline) 

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি

বর্তমানে ফ্রিল্যান্সিং অনেক রকমের কাজ পাওয়ার যায়। কিন্তু এর ভিতরে কিছু কাজের চাহিদা একটু বেশি থাকে আবার এর কম্পিটিশন ও অনেক হাই থাকে।

যেমন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট এসইও, কন্টেন্ট রাইটার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন গুগল ফেসবুকে এড এক্সপার্ট এছাড়াও আরো অনেক কাজের চাহিদা আছে মার্কেট প্লেসে।

 আপনাকে সব সময় কঠিন কাজ গুলো শিখতে চেষ্টা করবেন। কঠিন কাজ গুলো তে কম্পিটিশন অনেক লো থাকে। আর কঠিন কাজ গুলো অনেক কম মানুষই শিখতে চাই। 

ফ্রিল্যান্সিং ওয়েবসাইট

ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অনেক আছে। কিন্তু এর মধ্যে কিছু ফেক ওয়েবসাইট আছে যেগুলো কাজের পর আর টাকা দেয় না।

আপনার সব টাকা মেরে দেয়। এর পাশাপাশি কিছু বিশ্বাস যোগ্য ওয়েব সাইট ও আছে। যে গুলো তে বছরের পর বছর অনেক মানুষ ফ্রিল্যান্সিং করতেছে । সেই সাইট গুলোর নাম দেওয়া হলো 

এই সাইট গুলো ফ্রিল্যান্সিং করার জন্য অনেক জনপ্রিয়। কাজ শিখে এখান থেকে কাজ নিতে পারবেন। 

আরো পড়ুন 

এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো 

ইউটিউব ভিডিও বানানোর সেরা ১০ টি আইডিয়া ২০২২ 

ফ্রিল্যান্সিং শেখার বই 

আপনি ইউটিউব ভিডিও ও অনলাইন কোর্সর পাশাপাশি ফ্রিল্যান্সিং বই গুলো ও পড়তে পারেন। অনেক বড় বড় ফ্রিল্যান্সার তাদের অভিজ্ঞতা ও কি ধরণের কাজ কিভাবে করতে হয় তার উপর তারা বই লেখে। আপনি ফ্রিল্যান্সিং বই গুলো অনলাইনে পেয়ে যাবেন। বাংলাদেশে রকমারিতে বই পেয়ে যাবেন। 

সফল ফ্রিল্যান্সার হওয়ার উপায় 

ফ্রিল্যান্সিং এক দুই দিনে সফল হওয়ার যায় না। ধৈর্য্য আর প্ররিশ্রম করতে হবে। আপনাকে এখানে টিকে থাকতে হলে প্রচুর প্র্যাকটিস ও advance লে কাজ শিখতে হবে। আপনার যে কাজটা ভালো লাগে সেটা সেটা শিখুন।

এর পাশাপাশি আপনাকে ইংরেজি ও শিখতে হবে। ইংরেজি না জানলে ফ্রিল্যান্সিং করে অনেক কষ্ট হয়ে যাবে। ভালো করে কাজ শিখে তারপর market place account খুলবেন।

ফ্রিল্যান্সিং করে ইনকাম 

ফ্রিল্যান্সিং যদি সফল হয়ে যান তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটি একটি মুক্ত পেশা তাই আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন। 

এছাড়াও আপনি ভালো ফ্রিল্যান্সিং করতে পারলে তার উপর বিভিন্ন বই লিখতে পারবেন। অথবা অনলাইন কোর্স তৈরি করে তা বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। 

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়

ফ্রিল্যান্সিং করে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারবেন। তা যদি না থাকে তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। অনেক সহজ পদ্ধতি। 

আরো পড়ুন 

কিভাবে ব্লগার এসইও করব seo bangla tutorial 2022 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url