ইউটিউব ভিডিও বানানোর সেরা ১০ টি আইডিয়া ২০২২

ইউটিউব ভিডিও দেখে না যে এমন মানুষ পৃথিবীতে অনেক কম পাওয়া যাবে। ইউটিউব ভিডিও বানিয়ে অনেক ইউটিউবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনি ও চাইলে একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারেন। 

ইউটিউব ভিডিও বানানোর সেরা ১০ টি আইডিয়া ২০২২
ইউটিউব ভিডিও বানানোর সেরা ১০ টি আইডিয়া ২০২২

ইউটিউব ভিডিও বানানোর জন্য অনেকেই কোন আইডিয়া খুঁজে পাই না। বা অনেকে সঠিক ভিডিও তৈরী করতে পারে না। আপনাকে ইউটিউব চ্যানেলে তৈরি করার আগে আপনাকে কি নিশ বা বিষয়ে ভিডিও বানাবেন। আপনি ইউটিউবে কোন কোন বিষয়ে ভিডিও তৈরী করলে অনেক ভালো হবে তা নিচে আলোচনা করা হলো

আরো পড়ুন 


১. ব্লগিং


আপনি ইউটিউবে ব্লগিং ভিডিও বানাতে পারেন। আপনি কোথাও ঘুরতে গেলেন জায়গায়টা কেমন মানুষ ওই জায়গায় কিভাবে যাবে কেমন খরচ হবে। থাকা খাওয়া কিভাবে করবে তা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করতে পারেন। 

২. খাবার তৈরি ভিডিও


আপনি যদি ভালো রান্না করতে পারেন। তাহলে একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানিয়ে আপনার খাবার তৈরি রেসিপি শেয়ার করতে পারেন। এতে মানুষের উপকার হবে এবং আপনি ও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন।

৩. খাবার রিভিউ


বিভিন্ন রেস্টুরেন্ট গিয়ে খাবার রিভিউ ভিডিও তৈরি করতে পারেন। এইটা অনেকটা ব্লগিং মতো। রাস্তার পাশে খাবার বিভিন্ন জায়গায় গিয়ে সেখান কার বিখ্যাত খাবার গুলোর রিভিউ দিবেন এবং খাবারের দাম সম্পর্কে সবাই বলবেন।

৪. গেমিং ভিডিও


গেমস আমরা সবাই খেলি। আপনি যদি ভালো গেমস খেলতে পারেন। তাহলে আপনার গেমস খেলার ভিডিও গুলো ইউটিউবে আপলোড করতে পারেন। গেমিং ভিডিও সবাই পছন্দ করে বিশেষ করে ছোটরা। আপনি ইউটিউবে Live stream করতে পারবেন। গেমস ভিডিও আপলোড করলে তারাতারি সফল হতে পারবেন।

৫. মোবাইল রিভিউ


মোবাইল আমরা সবাই ব্যবহার করি। নতুন মোবাইল কিনতে হলে আমরা কোন মোবাইল টা ভালো কোন কোম্পানির মোবাইল নিব তা নিয়ে ইউটিউব অন্যতম ভিডিও দেখি। 

বর্তমানে বাংলাদেশের অনেক মোবাইল রিভিউ ইউটিউব চ্যানেল আছে। আপনি চাইলে একটি চ্যানেল খুলে বিভিন্ন মোবাইল রিভিউ দিতে পারেন।

৬. ফানি ভিডিও


আমরা ইউটিউব ভিডিও দেখার সময় একটি হলে ও ফানি ভিডিও দেখিহ। ফানি ভিডিও ছোট বড় সবার কাছে অনেক জনপ্রিয়। ফানি ভিডিও করলে তারাতারি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ও ভিউ বাড়ে। বিভিন্ন রকম শর্ট ফিল্ম তৈরি করতে পারেন।

৭. টিউটোরিয়াল


টিউটোরিয়াল বিভিন্ন ইউটিউবে অনেক জনপ্রিয়। আপনি যে বিষয় ভালো জানেন সেই বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করতে পারেন। অনলাইন ইনকাম সম্পর্কে আপনি চাইলে ভিডিও তৈরী করতে পারেন। এইটা সব সময় Trading থাকে।

৮. প্রডাক্ট রিভিউ


আপনার যদি কোন প্রোডাক্ট থাকে তাহলে তার রিভিউ দিতে পারবেন। এবং বিভিন্ন প্রডাক্ট unbox করতে পারবেন এবং ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবেন। 

বিভিন্ন ধরনের মোবাইল গ্যাজেট এবং এই গ্যাজেট গুলো কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে ভিডিও তৈরী করবেন। এর পাশাপাশি নতুন গ্যাজেট কবে আসবে তা সবাইকে জানাবেন। 


৯. খেলার খবর


খেলা দেখে না যে এমন মানুষ কম পাওয়া যাবে। আর আমরা খেলার খবর ও দেখতে পছন্দ করি। আপনি বিভিন্ন খেলার খবর সংগ্রহ করে তা আপনি কন্টেন্ট বানাতে পারেন। 

অবশ্য কোয়ালিটি ও সঠিক তথ্য দিতে হবে। আর প্রতিদিন ভিডিও তৈরি করতে হবে। আপনার কাছে ভিডিও বানানোর জন্য বিভিন্ন টপিক চলে আসবে। 

১০. মোটিভেশনাল 


জীবনে যখন কোন সমস্যা বা হতাশ চলে আসে। তখন আমরা মোটিভেশনাল ভিডিও একটা হলে ও দেখি। মোটিভেশনাল বিভিন্ন লাইফে অনেক কাজে আসে। আপনি চাইলে মোটিভেশনাল ভিডিও বানাতে পারেন। আপনি মোবাইল দিয়ে ও ভিডিও বানাতে পারেন। 

আরো পড়ুন 



মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানানো


আপনার কাছে ভালো ক্যামেরা বা কম্পিউটার বা ল্যাপটপ না থাকে আপনি মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানাতে পারেন। এর জন্য দরকার হবে একটি ভালো ক্যামেরা মোবাইল। 

যাতে বিভিন্ন ভালো হয়। তারপর দরকার হবে একটি মাইক্রোফোনের। মাইক্রোফোন ব্যবহার করলে আপনার ভিডিও সাউন্ড ভালো আসবে। আর ভালো করে লাইটিং করবেন ইত্যাদি। 

মোবাইল দিয়ে ভিডিও এডিটিং 


ইউটিউব ভিডিও তৈরি করার পর তা অবশ্যই ভালো করে এডিটিং করতে হবে। অনেক ইউটিউবার ভালো করে ভিডিও এডিটিং করতে পারে না বলে তারা ইউটিউবে সফল হয় না।

 আপনি ইউটিউব ভিডিও এডিটিং মোবাইল দিয়ে ও করতে পারেন kinemaster ব্যবহার করতে পারেন। আরো অনেক অ্যাপ play store পেয়ে যাবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url