ইউটিউবে সফল হওয়ার উপায় ২০২২

ইউটিউব পৃথিবীর দ্বিতীয় সেরা সার্চ ইঞ্জিন। ইউটিউবিং করে আপনি ঘরে বসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে আগে একজন সফল ইউটিউবার হতে হবে। How to be successful on YouTube 2022

ইউটিউবে সফল হওয়ার উপায় ২০২২
ইউটিউবে সফল হওয়ার উপায় ২০২২

আপনি একজন সফল ইউটিউবার হতে হলে আপনাকে কিছু বিষয় বা নিয়ম কারণ ফলো করতে হবে। আপনি যদি ইউটিউবিং শুরু তে টাকা ইনকাম করতে চান তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই সফল হবেন না। সফল ইউটিউবার হওয়ার টিপস। 

আরো পড়ুন 


একটি আকর্ষণীয় চ্যানেল নাম দিন 


ইউটিউব অ্যাকাউন্ট খোলা সময় একটি ছোট ও আকর্ষণীয় নাম দিন। আকর্ষণীয় ও ছোট নাম দিলে মানুষ সহজে আপনার চ্যানেলের নাম মনে রাখতে পারবে এবং ওই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করা হয় তা মানুষ নাম দেখে বুঝতে পারবে। 

নিয়মিত ভিডিও তৈরি 


ইউটিউবে সফল হওয়ার অন্যতম উপায় হচ্ছে নিয়মিত ভিডিও তৈরি করা। আপনাকে প্রতিদিন বা সপ্তাহে ৪ টি ভিডিও আপলোড করতে হবে। ভিডিও তৈরি করার আগে সঠিক ও low competition কি ওয়ার্ড রিসার্চ করতে হবে। 

সঠিক কি ওয়ার্ড রিসার্চ করে ভিডিও তৈরি করলে ভিডিও তারাতারি রেঙ্ক করে। ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিও সার্চ রেজাল্ট সবার উপরে দেখাবে। 

ইউটিউব ভিডিও নিশ সিলেক্ট 


আপনাকে ইউটিউব দ্রুত সফল হতে হলে একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করে ভিডিও তৈরি করতে হবে। একটি নির্দিষ্ট নিশ নিয়ে ভিডিও তৈরি করলে দ্রুত সফলতা পাওয়া যায়। ইউটিউব নিশ আইডিয়া 

আপনাকে এমন নিশ সিলেক্ট করে ভিডিও বানাতে হবে যা ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ বেশি কিন্তু সেই বিষয়ে তথ্য বহুল ভিডিও তেমন নেই। 

ইউটিউব ভিডিও তৈরির নিয়ম 


ইউটিউবের জন্য সব সময় তথ্য বহুল ও হাই কোয়ালেটি ভিডিও তৈরি করতে হবে। ইউটিউবের কাছে সব সময় হাই কোয়ালেটি কন্টেন্টের গুরুত্ব বেশি। আপনাকে সব সময় হাই কোয়ালেটি ইউনিক ভিডিও তৈরি করতে হবে।

 অন্য কারো ভিডিও নিয়ে আপনার মতো করে এডিটিং করে আপলোড করলে ভিডিও মধ্যে কপিরাইট আস্তে পারে। আপনাকে এত ভাবে ভিডিও তৈরি করতে হবে যেন সব বয়সি মানুষ তা সাত ছন্দ তা দেখতে পারে।

 ইউটিউব ভিডিও বানাতে কি কি লাগে লাইটিং ক্যামেরা, ভিডিও এডিটিং, ফ্রেম রেট, রেজুলেশন ইত্যাদি দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। আপনার তৈরি করা ভিডিও যেন বেশি লম্বা বা দীর্ঘ না হয়। 

ভিডিও বেশি লম্বা হলে মানুষ দেখতে চাইবে না ওদের কাছে বিরক্তিকর লাগবে। এতে আপনার চ্যানেলের ক্ষতি হবে। তাই ভিডিও ৫ থেকে ৬ মিনিটের ভিডিও তৈরি করুন।  

ইউটিউবে যেসব ভিডিও আপলোড করা যাবে না 


ইউটিউবে সফলতা পেতে হলে আপনাকে কিছু বিষয় বা নিয়ম কারণ মেনে ভিডিও আপলোড করতে হবে। এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না যাতে আপনার চ্যানেলের ক্ষতি হয়। 

প্রথমে অন্যর ভিডিও আপলোড করা যাবে না। মানুষ কে ভুল ইনফরমেশন বা হয়রানি, কাউকে ভিডিও মাধ্যমে আঘাত দেওয়া ইত্যাদি ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না। 

আরো পড়ুন 


ইউটিউব এসইও 


ইউটিউব ভিডিও তে অবশ্যই এসইও করতে হবে। আপনার ভিডিও তে যদি বেশি বেশি ভিউয়াস পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও এসইও করতে হবে । 

প্রথমে সুন্দর ও ছোট চ্যানেলর নাম, সুন্দর লোগো ও আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন সেই অনুযায়ী চ্যানেলর ডেসক্রিশন দিতে হবে। ১০০ সাবস্ক্রাইবার ও চ্যানেলের বয়স ১ মাস হলে একটি শর্ট URL দিবেন। 

ভিডিও তৈরি করার জন্য কি ওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনাকে এমন কি ওয়ার্ড খুঁজে বের করতে হবে মানুষ সার্চ করে বেশি কিন্তু compilation অনেক কম। 

আপনার তৈরি করা ভিডিও গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিজের ব্লগ ওয়েবসাইট থাকলে  শেয়ার করতে হবে। এতে চ্যানেলে ভিউ তারাতারি বেড়ে যাবে। এতে ইউটিউব আপনার ভিডিও আরো বেশি মানুষের কাছে নিয়ে যাবে। success in youtube 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url