ব্লগিং কি? কিভাবে ব্লগিং করে টাকা আয় করবেন

ব্লগিং কি? কিভাবে ব্লগিং করে টাকা আয় করবেন
ব্লগিং কি? কিভাবে ব্লগিং করে টাকা আয় করবেন 

ব্লগিং কি 


ব্লগিং হলো যেখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা বা লেখালেখি করবেন। এতে মানুষের উপকার হবে এবং আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রফেশনাল ভাবে ব্লগিং শুরু করার জন্য আপনাকে আপনাকে একটি নিশ বা বিষয় সিলেক্ট করতে হবে। 

বিষয় বা নিশ সিলেক্ট করার পর আপনি ওয়ার্ডপ্রেস বা ব্লগার দিয়ে একটি ওয়েব সাইট তৈরি করে সেখানে আপনি লেখালেখি শুরু করতে পারেন। ব্লগিং করার জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। নিশ দুই ধরনের হয় কিভাবে নিশ সিলেক্ট করবেন ।

মাল্টি নিশ ব্লগ (multi niche blog) 

মাল্টি নিশ ব্লগ হলো একটি ওয়েবসাইটে একাধিক কিওয়ার্ড বা একাধিক বিষয়ের উপর বিভিন্ন আর্টিকেল বা ব্লগ লিখে। যেমন স্ট্যাটাস, হেলথ, এডুকেশন ইত্যাদি বিষয়ের উপর একাধিক পোস্ট লিখে থাকে।

মাইক্রো নিশ ব্লগ (micor niche blog ) 

মাইক্রো নিশ ব্লগ হলো একটি ওয়েবসাইটে একটি কিওয়ার্ড বা একটি বিষয়ের উপর পোস্ট বা আর্টিকেল লিখে থাকে। কোন ওয়েবসাইট দেখবেন তারা শুধু অনলাইন ইনকাম নিয়ে পোস্ট ছাড়া অন্য কোনো বিষয়ে করে থাকে না। মাইক্রো নিশ ব্লগে নিয়ে কাজ করা অনেক সহজ। এতে একটি বিষয়ের উপর ভালো ভাবে মনোযোগ দেওয়া যায়। এতে দ্রুত সাফল্য আসে।

জনপ্রিয় ব্লগ নিশ লিস্ট 

একটি নিশ সিলেক্ট করার আগে কিছু বিষয় আগে খেয়াল রাখতে হবে। তা হলো আপনি যে নিশ নিয়ে কাজ করছে যেখানে কম্পিটিশন কেমন। সেই নিশে ভিজিটর কমেন আসবে এবং ইনকাম কেমন হবে ইত্যাদি। নিচে জনপ্রিয় নিশ গুলো লিস্ট দেওয়া হলো 

  • হেলথ নিশ। 
  • অনলাইন ইনকাম নিশ ।
  • টেকনোলজি নিশ। 
  •  নিউজ। 
  • রিভিউ ওয়েব সাইট। 
  • লাইফ স্টাইল। 
  • মোটিভেশন। 
  • স্পোর্টস। 
  • কৃষি। 
  • খাবার ও রেসিপি ব্লগ। 

আপনি এই নিশ গুলো নিয়ে কাজ করতে পারেন। 

কিভাবে ব্লগ থেকে টাকা ইনকাম করবেন 

ব্লগিং বর্তমানে একটি ব্যাপক জনপ্রিয় পেশা এইটা আপনি পড়ালেখা, চাকরির পাশাপাশি করতে পারেন। এইটা থেকে একটা ইনকাম করা অনেক সহজ। ব্লগিং থেকে টাকা ইনকাম করার জন্য অনেক উপায় আছে। যা মাসে শেষে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ।

গুগল এডসেন্স ( Google AdSense) 

গুগল এডসেন্স হলো গুগলের নিজস্ব এড নেটওয়ার্ক। এইটা পৃথিবীর সেরা ও জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক। এইটা থেকে ইনকাম করার জন্য গুগল সবাইকে সুযোগ করে দিয়েছে। আপনার ব্লগ ওয়েবসাইট থাকে তাহলে সেটাকে গুগল এডসেন্স এপ্রুভাল নিয়ে সেটা থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য গুগলের কিছু শর্ত আছে সেই গুলো আপনি পূরন করতে হবে। 

গুগল এডসেন্সর এড বসিয়ে সেই এডে আপনার সাইটের ভিজিটর সেই এড ক্লিক করলে তবে আপনি টাকা পাবেন। সেই টাকা গুগল প্রতি মাসের ২১ তারিখে দিয়ে থাকে। টাকা গুলো সরাসরি আপনার যেকোন ব্যাংক একাউন্ট নিয়ে আসতে পারবেন। 

অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing) 

 অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি উপায় যার মাধ্যমে যে কোন কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস অন্য দের কাছে প্রমোট করা। আপনার ব্লগ ওয়েবসাইট থেকে টাকা ইনকামের পাশাপাশি। যদি জনপ্রিয় করতে চান তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। বর্তমানে অনেক অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে এর মধ্যে জনপ্রিয় হলো amazon। 

আপনি amazon affiliate program গিয়ে রেজিষ্ট্রেশন করে আপনার ব্লগ রিলেটেড প্রডাক্ট বেছে নিয়ে এবং ওই প্রডাক্টের লিংক আপনার ব্লগে দিবেন। তারপর এখানে থেকে যত গুলো সেল হবে। প্রতি সেলের বিনিময়ে আপনি মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বেশি ভিজিটর আস লাগবে না আপনার সাইটে । তবে যেই গুলো আসবে সেই গুলো যেন আপনার টার্গেট ভিজিটর হয়। 

ই-বুক (Ebooks) 

আপনার ব্লগ যদি কোন ভালো টপিকের উপর হয় তাহলে আপনি তার ই-বুক তৈরি করে তা আপনার ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। এতে আপনার ব্লগে জনপ্রিয়তা ব্যাপক আহারে বৃদ্ধি পাবে। এতে আপনার ব্লগে ভিজিটর বেড়ে যাবে এবং মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারেন। 

স্পন্সারসিপ ( Sponsorship) 

আপনার ব্লগে যদি বেশি ভিজিটর আসে তাহলে আপনি স্পন্সারসিপ করতে পারেন। স্পন্সার দের সাথে কন্টাক্ট করে আদের দেওয়া বিভিন্ন পোস্ট বা ব্যানার ইত্যাদি আপনার সাইটে পাবলিশ করে তাদের থেকে অধিক টাকা ইনকাম করা সম্ভব। এতে আপনার ও লাভ এবং স্পন্সারদের ও লাভ তারা তাদের প্রডাক্ট বা বিজ্ঞাপন আপনার ব্লগ ওয়েবসাইট দ্বারা অন্যদের দেখাতে পারছে। 

অন্যান্য অ্যাড নেটওয়ার্ক ব্যবহার (use of other ad networks) 


কোনো কারনে আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভাল না হয়। তাহলে আপনি অন্যান্য অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। বর্তমানে কিছু ফেক এড নেটওয়ার্ক আছে যেই গুলো এড দেখিয়ে মাস শেষে আর টাকা দেয় না। এদের থেকে সাবধান থাকবেন। একটু ভালো করে তাদের সম্পর্কে জেনে তারপর তাদের এড ব্যবহার করবেন। 

লিঙ্ক সেল (link sell) 

অন্যদের ব্লগের লিঙ্ক আপনার ব্লগ সাইটে যুক্ত করে সেখানে টাকা ইনকাম করতে পারেন। অবশ্য তার জন্য আপনার সাইট গ্রো বা জনপ্রিয় হতে হবে তাহলে এইটা সম্ভব। আপনার ব্লগ যখন জনপ্রিয় হবে তখন অন্য ব্লগার আপনাকে মেসেজ বা ইমেল করে তাদের লিঙ্ক আপনার সাইটে যুক্ত করতে বলবে। তার বিনিময়ে আপনি তাদের থেকে টাকা নিতে পারেন।
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url