বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২। How to open Bkash account 2023

বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে বিকাশ  একাউন্ট খুলবেন। বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং কোম্পানি গুলোর একটা লিস্ট করেন এর মধ্যে জনপ্রিয়তা বিকাশ সবার উপরে থাকবে। বিকাশ ২০১১ সালে যাত্রা শুরুর করে। বিকাশের মাধ্যমে খুব সহজে টাকা লেনদেন করতে পারবেন। তাই আজকে শেয়ার করব কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন। আশা করি পুরোটা পরবেন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২। How to open Bkash account 2022
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২। How to open Bkash account 2022

অ্যাপসের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম 


বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে বিকাশ একাউন্ট ওপেন করতে পারবেন। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। 

আরো পড়ুন 


স্টেপ ১ 

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইন্সটল বা ডাউনলোড করে নিন।

স্টেপ ২

বিকাশ অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। 

স্টেপ ৩ 

এরপর আপনি যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান সেই নাম্বারটা দিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। 

স্টেপ ৪

এরপর আপনি যে সিমের নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চান সেই সিম অফারেটর সিলেক্ট করুন। 

স্টেপ ৫

এরপর আপনার মোবাইল নাম্বারে একটা কোড বা ওটিপি পাঠাবে। একটা কথা আপনি যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলবেন সেই নাম্বারে সিম জেন সেই মোবাইলের এক্টিভ থাকে। তারপর ওটিপি আসলে সাথে সাথে বিকাশ অ্যাপ গ্রহণ করবে। 

স্টেপ ৬

এরপর ওটিপি দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করুন। 

স্টেপ ৭

এরপর আপনার NID কার্ড বা জাতীয় পরিচয় পত্রের দুই পিঠের ছবি তুলুন এবং সাবমিটে ক্লিক করুন 

স্টেপ ৮

এরপর আপনার সল্ফি তুলুন। ছবি ভালো করে তুলবেন। ছবি তুলা শেষ হলে সাবমিটে ক্লিক করুন। এরপর আপনার বিকাশ একাউন্ট ওপেন হয়ে যাবে। 

বিকাশের সেবা সমূহ 


বর্তমান বিকাশের নানা রকম সেবা দিতেছে। চলুন দেখে নেওয়া যাক।

  • টাকা ক্যাশ ইন।
  • ক্যাশ আউট।
  • কিনা কাটা পেমেন্ট। 
  • মোবাইল রিচার্জ।
  • গ্যাস, বিদ্যুৎ বিল দেওয়া। 
  • গাড়ি, ট্রেন টিকিট কেনা। 
  • হোটেল বুকিং।
আরো পড়ুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url