সব সিমের নাম্বার দেখার কোড। সকল সিমের নাম্বার দেখার নিয়ম ২০২২
বন্ধুরা আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে সকল সিমের নাম্বার বা আরো সহজ করলে বলে আপনার মোবাইল নাম্বার কিভাবে বের করবেন। অনেক একাধিক সিম কার্ড ব্যবহার করার ফলে মোবাইল নাম্বার মনে রাখতে পারেন না। আবার অনেক নতুন সিম কিনলে মোবাইল নাম্বার ভুলে যায়। তাই তাদের জন্য আজকে এই আর্টিকেল। আশা করি পুরোটা পরবেন।
![]() |
সব সিমের নাম্বার দেখার কোড। সকল সিমের নাম্বার দেখার নিয়ম ২০২২ |
মোবাইল নাম্বার জানার প্রয়োজনীয়তা
আপনার কাছে যদি মোবাইল থাকে তাহলে সেই মোবাইলের নাম্বার জানাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। মোবাইল নাম্বার জানা না থাকলে আপনি নানা রকম সমস্যা মধ্যে পরতে হবে। কেননা আপনার মোবাইল নাম্বার যে কোন মূহুর্তে দরকার হতে পারে কাউকে দেওয়া জন্য।
যেমন আপনার যদি কোন ব্যবসা বাণিজ্য থাকে তাহলে বিভিন্ন মানুষকে আপনার মোবাইলে নাম্বার দিতে হবে আপনার সাথে কন্টাক বা যোগাযোগ করার জন্য। এছাড়াও মোবাইলে টাকা রিচার্জ করা বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং সেবা নেওয়ার জন্য বা কেউ আপনার কাছে টাকা পাঠানোর জন্য তখন আপনার মোবাইল নাম্বার দরকার হবে।
তো চলুন এইবার জেনে নেওয়া যাক কিভাবে সহজে আপনার মোবাইল নাম্বার জানতে পারবেন।
আরো পড়ুন
রবি সিমের নাম্বার দেখার নিয়ম
বাংলাদেশ জনপ্রিয় সিম গুলো মধ্যে অন্যতম হলো রবি সিম। দেশের বেশিরভাগ মানুষ রবি সিম ব্যবহার করে। রবি নাম্বার দেখার জন্য আপনার মোবাইলে ডায়ল করুন *2#। এই কোডটি ব্যবহার করলে খুব সহজে আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। আপনার সুবিধা জন্য রবি আরো কিছু কোড দেওয়া হলো।
রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য ডায়ল করুন *222#।
ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়ল করুন *8#।
ইমার্জেন্সি ব্যালেন্স চেক কর্র জন্য *222*16# এই কোডটি ডায়ল করুন।
রবি মিনিট চেক করার জন্য *0# এই কোডটি ডায়ল করুন।
রবি সিমের এসএমএস চেক করার জন্য *222*11# এই কোডটি ডায়ল করুন।
রবি সিমের কত এমবি আছে চেক করার জন্য *8444*88# কোডটি ডায়ল করুন।
রবি হেল্প নাম্বার হচ্ছে 123 এই নাম্বার টি কল দিবেন।
রবি সিমের আজকের অফার জানতে *999# এই কোডটি ডায়ল করুন।
গ্রামীণ সিমের নাম্বার দেখার কোড
গ্রামীণফোন হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সিম কোম্পানির গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি। গ্রামীণফোনের নাম্বার দেখা রবি নাম্বার দেখার মতো সহজ। গ্রামীণফোন বা জিপি সিমের নাম্বার দেখার জন্য ডায়ল করুন *2# এই কোডটি। জিপি বা গ্রামীণফোনর অন্যান্য প্রয়োজনীয় কোড গুলো দেওয়া হলো।
আপনার সিমের ব্যালেন্স চেক করার জন্য *566# এই কোডটি ডায়ল করুন।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *121*1*4# এই কোডটি ডায়ল করুন।
এসএমএস ব্যালেন্স চেক করতে *566*2# অথবা *566*18# বা *121*1*2# এই তিনটি কোড থেকে যে কোন একটা ডায়ল করলে এসএমএস ব্যালেন্স চেক করতে পারবেন।
মিনিট প্যাক কিনতে *121*4# এই কোডটি ডায়ল করুন।
এমবি প্যাক গুলো চেক করার জন্য *121*3# এই কোডটি ডায়ল করুন।
ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য *566# এই কোডটি ডায়ল করুন।
ইমার্জেন্সি ব্যালেন্স বা টাকা নেওয়ার জন্য *1010*1# এই কোডটি ডায়ল করুন।
আপনার সিমের সকল সেবা বন্ধ করার জন্য করুন *121*7*1*2*1# এই কোডটি।
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড
বাংলালিংক বর্তমানে জনপ্রিয় একটি সিম অফার এটর
কোম্পানি। বর্তমানে বাংলাদেশে ৩.৩ কোটি মানুষ বাংলালিংক সিম ব্যবহার করতে। ২০০৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্যে *511# এই কোডটি ডায়ল করলে আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। বাংলালিংক সিমের প্রয়োজনীয় অন্যান্য কোড গুলো দেওয়া হলো।
বাংলালিংক সিমের ব্যালেন্স বা টাকা দেখতে *124# এই কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখার জন্য আপনার মোবাইলে *888# এই কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের ইন্টারনেট চেক করতে *12450# এই কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের মিনিট চেক বা দেখার জন্য *121*31# এই কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের মিনিট কিনতে *1100# এই কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের মিনিট ও এসএমএস দেখা বা চেক করার জন্য *124*2# এই কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের মিনিট দেখা বা চেক করার জন্য *121*31# কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের ইন্টারনেট কিনতে *5000# কোডটি ডায়ল করুন।
বোনাস টক টাইম এবং মেয়াদ দেখা জন্য বা চেক করার জন্য *124*4# অথবা *124*3# কোডটি ডায়ল করুন।
বাংলালিংক সিমের বোনাস পয়েন্ট দেখার জন্য *7201# অথবা *5671# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড
বর্তমানে বাংলাদেশের বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক হচ্ছে এয়ারটেল। ২০১০ সালে যাত্রা শুরু পর থেকে এখন পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এয়ারটেল আর রবি এক সাথে কাজ করতেছে। এয়ারটেল সিমের নাম্বার দেখা অনেক সহজ। এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্যে *2# কোডটি ডায়ল করুন। এছাড়াও আপনার জনে এয়ারটেল সিমের অন্যান্য কোড গুলো দেওয়া হলো
এয়ারটেল সিমের ইন্টারনেট কেনার জন্য *4# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের সকল সার্ভিস দেখার জন্য বা চেক করার জন্য *123# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার জন্য বা চেক করার জন্য *778# অথবা *1# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের মিনিট দেখার জন্য *778*5# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমে ইমার্জেন্সি টাকা বা ব্যালেন্স পেতে *8# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের স্পেশাল অফার সম্পর্কে জানতে *999# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের সিম প্যাকেজ গুলো দেখা বা চেক করতে *6# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের কত এসএমএস আছে তা চেক করার জন্য *222*13# কোডটি ডায়ল করুন।
এয়ারটেল সিমের Fnf number দেখার জন্য *121*7*13# কোডটি ডায়ল করুন।
টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম
টেলিটক সিমের জনপ্রিয় দিন দিন বেড়ে চলছে। বর্তমানে টেলিটক সিম দারুণ সব অফার দিতেছে দিতেছে। আর টেলিটক হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অফারেটর কোম্পানি। আপনার টেলিটক সিমে নাম্বার দেখার জন্য *551# এই কোডটি ডায়ল করলে আপনার টেলিটক ফোন নাম্বার দেখতে পারবেন। চলুন এই বার টেলিটক সিমের অন্যান্য কোড গুলো দেখে নেওয়া যাক
টেলিটক সিমের টাকা বা ব্যালেন্স দেখার জন্য *152# এই কোডটি ডায়ল করুন।
টেলিটক সিমের ইন্টারনেট এমবি চেক করার জন্য *152# এই কোডটি ডায়ল করুন।
টেলিটক সিমের মিনিট চেক করার জন্য *152# এই কোডটি ডায়ল করুন।
টেলিটক সিমের ইমার্জেন্সি টাকা বা ব্যালেন্স নেওয়ার জন্য *1122# এই কোডটি ডায়ল করুন।
টেলিটক সিমের এসএমএস দেখা বা চেক করার জন্য *152# এই কোডটি ডায়ল করুন।
আরো পড়ুন