নগদ একাউন্ট খোলা সহজ উপায়। nagad account khula niyam
বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ নগদ একাউন্ট খুলবেন। বাংলাদেশে বর্তমানে নগদ জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং কোম্পানি। নগদে ক্যাশ আউট চার্জ অনেক কম। আপনি খুব সহজে বাংলাদেশের যে কোন জায়গাই টাকা লেনদেন করতে পারবেন। আপনি নগদ অ্যাপসের ও বাটন মোবাইলে কোডের মাধ্যমে খুব সহজে একাউন্ট খুলতে পারবেন।
![]() |
নগদ একাউন্ট খোলা সহজ উপায়। nagad account khula niyam |
নগদ অ্যাপসের মাধ্যমে নগদ একাউন্ট খোলা নিয়ম
বর্তমান নগদ একাউন্ট খোলা সব থেকে সহজ উপায় হচ্ছে অ্যাপসের মাধ্যমে। আপনি ঘরে বসে নগদ একাউন্ট খুলতে পারবেন।
Setp 1
প্রথমে আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ইনস্টল বা ডাউনলোড করে নিন।
আরো পড়ুন
Step 2
অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন এবং কি কি নির্দেশনা আছে তা ফলো করুন।
Step 3
আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের দুই পাশের ছবি তুলে তা আপলোড করুন। একটা কথা মনে রাখবেন আপনি যার নামে একাউন্ট খুলছেন NID কার্ড যেন তার হয়।
Step 4
আপনার একটি সুন্দর সেল্ফি তুলে তা আপলোড করুন। ছবি যেন অবশ্যই দেখতে সুন্দর ও পরিষ্কার হয়।
Step 5
নগদের কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে তা ভালো করে পড়ুন।
Step 6
এই বার আপনার একটি স্বাক্ষর বা সিগনেচার দিন।
Step 7
আপনি যদি সব কিছু ঠিকঠাক ভাবে দিয়ে থাকেন তাহলে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে। এবং আপনি খুব সহজে দেশের যে কোন জায়গাই টাকা লেনদেন করতে পারবেন।
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলা নিয়ম
আপনার কাছে যদি স্মার্ট ফোন না থাকে তাহলে আপনি আপনার বাটন মোবাইলে ও খুব সহজে নগদ একাউন্ট খুলতে পারবেন। বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার জন্য আপনার আপনার মোবাইলে ডায়ল অপশনে গিয়ে *167# এই কোডটি আপনি ডায়ল করবেন তারপর আপনি চার ডিজিটের একটি গোপন পিন কোড দিবেন তাহলে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে।
আরো পড়ুন