রবি নাম্বার দেখার নিয়ম। Robi number check code 2022

বন্ধুরা আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনি খুব সহজে রবি সিমের বা আপনার সিমের নাম্বার দেখবেন। অনেক নতুন সিম কিনার পর তাদের নাম্বার ভুলে যাই তাই তাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেল।

রবি নাম্বার দেখার নিয়ম। Robi number check code 2022
রবি নাম্বার দেখার নিয়ম। Robi number check code 2022 


Robi number check code 2022। রবি নাম্বার দেখার নিয়ম ২০২২


বন্ধুরা আপনি খুব সহজে আপনার নাম্বারটা দুই ভাবে চেক করতে পারবেন প্রথম উপায় হচ্ছে * 140 * 2 * 4 # এই কোডি দিয়ে আপনি প্রতি পাঁচ সেকেন্ড পর দেখতে পারেন। আর দ্বিতীয় ও সহজ উপায়টি হচ্ছে *2#  দিয়ে খুব সহজে দেখতে পারেন।

👉তো চলুন এইবার আরো কিছু দরকার প্রয়োজনীয় কোড মেনে নেওয়া যাক। যে গুলো আপনার প্রতিনিয়ত দরকার হবে 

আরো পড়ুন 



রবি সিমের ব্যালেন্স চেক 


রবি সিমের টাকা বা ব্যালেন্স চেক করার জন্য আপনি #222# এই কোডটি ব্যবহার করতে হবে।


রবি সিমের এসএমএস চেক 


বন্ধুরা এসএমএস চেক বা দেখার কোডটি হচ্ছে *222*11# এই কোডি ডায়ল করবেন। আর এসএমএস ব্যালেন্স চেক করবেন *222*13# দিয়ে। 

রবি সিমের ইন্টারনেট ও অফার চেক 


বন্ধুরা আপনার সিমের কত জিবি বা কত এমবি আছে তা চেক করার জন্য আপনি *8444*88# এই কোডটি ডায়ল করবেন। আর সিমের ইন্টারনেট অফার বা প্যাকেজ চেকার জন্য *140*14# এইটা ব্যবহার করবেন। 

রবি সিমের মিনিট চেক 


আপনার সিমের কত মিনিট আছে তা চেক করার জন্য আপনি *222*3# এই কোডটি ডায়ল করবেন। 

কল সেন্টার নাম্বার 


আমাদের অনেকের রবি কল সেন্টারের নাম্বারের দরকার হয়। কারন আমাদের সিমের মাঝে মধ্যে সমস্যা দেখা দেয় তাই আমরা তাদের সাথে যোগাযোগ করতে হয়। আর তাদের সাথে যোগাযোগ করার জন্য 121 এই নাম্বার টা ব্যবহার করবেন। 

👉এছাড়াও আরো সহজে দেখা ও জানার জন্য আপনি মাই রবি অ্যাপটির প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। 

আরো পড়ুন 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url