ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা

বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বর্তমানে জনপ্রিয় ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা নিয়ে। বর্তমানে দেখা যায় অনেক এই ডুয়েল কারেন্সি কেনা বেচা করতেছে তাই এর সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলবো।

ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা
ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর সুবিধা ও অসুবিধা

সুবিধা গুলো কি কি 


১. ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড আপনি অল্প টাকা দিয়ে বিভিন্ন ব্যাংক বা কোম্পানির কাছ থেকে নিতে পারবেন।

২. এই কার্ড ব্যবহার করে আপনি গুগল এডভার্টাইজিং, অনলাইন গেম ক্রয়, ফেসবুক বুষ্টিং ইত্যাদি অনলাইনে আরো বিভিন্ন রকমের লেনদেন করতে পারবেন।

৩. বন্ধুরা আপনি এই কার্ড ব্যবহার করলে আপনি original কার্ডের কোনরকম তথ্য বা ইনফরমেশন না দিয়ে এই কার্ডে লেনদেন করতে পারবেন।

৪. এই কার্ড ব্যবহার করলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে

৫. এই কার্ডের লিমিট আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন।

আরো পড়ুন 



অসুবিধা গুলো কি কি 


১. প্রথম অসুবিধা টা হলো এই কার্ড আপনি কখনো নিজের হাত দিয়ে torch করতে পারবেন না। এইটা শুধু অনলাইন ভিত্তিক হবে।

২. এই কার্ড ব্যবহার করলে আপনি কোন দিন ও এটি এম বুথ থেকে টাকা উত্তোলন বা তুলতে পারবেন।

৩. কার্ড টা অনলাইন ভিত্তিক হওয়াই হ্যাক অথবা পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর একবার পাসওয়ার্ড ভুলে গেলে কোন দিন আর ফিরে পাবেন না।

৪. আপনি যে কোম্পানির কাছ থেকে কার্ড কিনবেন তারা যদি মার্কেট থেকে চলে যায় তাহলে আপনার টাকা আর কার্ড দুটো শেষ।

৫. আপনি যদি অনলাইন থেকে কোন কিছু ক্রয় করেন এবং সেই গুলো পরে ফেরত দিয়ে দিলে আপনার টাকা গুলো পেতে নানা রকম সমস্যা দেখা যায়। 

আরো পড়ুন 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url