সুপার শপ ব্যবসার আইডিয়া

বন্ধুরা আজকে আমরা কথা বলব বর্তমানে সব থেকে লাভজনক ও একটি স্মার্ট ব্যবসা নিয়ে। সুপার শপ ব্যবসা একটি লাভজনক ও স্মার্ট ব্যবসা। সুপার শপের মধ্যে ক্রেতা এক দোকানে সব ধরনের পণ্য পেয়ে যায় বলে এর চাহিদা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে ঢাকা শহরে এর চাহিদা ব্যাপক। তাই আজকে আমরা ছোট সুপার শপ ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব।

সুপার শপ ব্যবসার আইডিয়া
সুপার শপ ব্যবসার আইডিয়া 


স্থান নির্বাচন 


সুপার শপ ব্যবসা শুরু করার আগে আপনাকে স্থান নির্বাচন করতে হবে। আপনাকে এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে মানুষ জন বেশি। আপনি কিন্তু গ্রামের এই ব্যবসা শুরু করলে লস হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনি ছোট শহরে বা জেলা উপজেলাতে এই সুপার শপ ব্যবসা শুরু করবেন।

আরো পড়ুন 



দোকান ডেকোরেশন 


সুপার শপ সুন্দর ভাবে ডেকোরেশন করতে হবে। এমন ভাবে ডেকোরেশন করতে হবে যেন একজন ক্রেতা খুব সহজে আর পণ্য বা জিনিস গুলো নিতে পারে। সুন্দর করে দোকান ডেকোরেশন করলে ক্রেতাকে আকর্ষণ করবে। সুপার শপে এক রকম জিনিস থাকে না নানা রকমের জিনিস থাকে সেই সব কিছু বিবেচনা করে দোকান ডেকোরেশন করবেন।

দোকানে লাইসেন্স 


সুপার শপ ব্যবসার শুরু করার আগে দোকানে লাইসেন্স বানিয়ে নিতে হবে। লাইসেন্স বানিয়ে নিলে আপনার দোকান অনেক সুরক্ষিত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে লাইসেন্স তৈরি করে নিবেন। লাইসেন্স বিশ্বাস যোগ্যতা বাড়ায়।

কি কি পণ্য রাখবেন 


সুপার শপ ব্যবসা শুরু করতে হলে আপনাকে কম বেশি সব ধরনের পণ্য রাখতে হবে। মুদি সামগ্রীর পণ্য যেমন চাল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন, ইত্যাদি পণ্য গুলো রাখবেন।এছাড়াও আপনি টাটকা শাক সবজি রাখবেন। তাছাড়া আপনি ভালো ব্রান্ডের কসমেটিক্স পণ্য গুলো ও অবশ্যই রাখতে হবে। আপনার দোকানে ফ্রিজ রাখলে বিভিন্ন রকমের মাছ রাখা চেষ্টা করবেন। 

আরো পড়ুন 



মার্কেটিং 


সুপার শপ ব্যবসার শুরু করার পর অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং না করলে আশেপাশের মানুষ আপনার ব্যবসা সম্পর্কে জানবে না। আপনার ব্যবসা মার্কেটিং করার জন্য মাইকিং, পোস্টার লাগানো, ব্যানার লাগানো। 

এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কেটিং করতে পারেন। যত বেশি মার্কেটিং করবেন তত বেশি মানুষ আপনার ব্যবসা সম্পর্কে জানবে এবং তারা আপনার সুপার শপে এসে নানা রকমের পণ্য কিনবে। এতে আপনি অনেক টাকা লাভ করতে পারেন।

সুপার শপ ব্যবসা পুঁজি 


সুপার শপ ব্যবসা শুরু করার জন্য আপনাকে ১০ থেকে ১২ লক্ষ টাকা পুঁজি দিতে হবে। আপনার নিজের জায়গা হলে তো ভালো। কিন্তু আপনার নিজের দোকান না হলে দোকান নেওয়ার সময় advance টাকা দিতে হবে। তারপর দোকান ডেকোরেশন করতে হবে। লাইসেন্স বানাতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস মানে দোকানে মালা মাল কিনতে হবে।

সুপার শপ ব্যবসা লাভ 


বন্ধুরা এই ব্যবসা করে আপনি মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। বেশি টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু টিপস এন্ড ট্রিকস ব্যবহার করতে হবে। প্রতি মাসে Discount পণ্য বিক্রি করবেন। Discount দেওয়া পণ্যের সাথে বাকি জিনিস গুলো তারাতারি বিক্রি হয়ে যাবে। বড় বড় সুপার শপ গুলো Discount দিয়ে পণ্য বিক্রি করে মাসে শেষে ভালো টাকা ইনকাম করে।

আরো পড়ুন 

Next Post Previous Post
1 Comments
  • MOHAMMED ZAKARIA DXN
    MOHAMMED ZAKARIA DXN ৫ এপ্রিল, ২০২২ এ ৬:৩৭ AM

    লাইসেন্স বিষয়ে স্পষ্ট তথ‌্য দিলে ভাল হতো।যেমন -কোন ক‌্যাটাগরীর লাইসেন্স নিতে হবে? কিভাবে ,কখন,কোথা থেকে,কত খরচে লাইসেন্স করা যাবে?আবেদনের কতদিন পর লাইসেন্স পাওয়া যাবে? ইতাদি বিষয় সম্পর্কে জানালে ভাল হত।

Add Comment
comment url