মোবাইল কেনার আগে করণীয়। Smartphone buying guide

বর্তমানে একটি ভালো মোবাইল ফোন কেনার ইচ্ছা সবার থাকে। অনেক ভাবে দাম বেশি হলে ওই মোবাইলটি সব থেকে ভালো। কিন্তু আপনি কম দামে ও একটি ভালো মোবাইল কিনতে পারেন। এর জন্য আপনাকে মোবাইলের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে।

মোবাইল কেনার আগে করণীয়। Smartphone buying guide
মোবাইল কেনার আগে করণীয়। Smartphone buying guide


তো চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোন কেনার আগে আপনাকে যে সব বিষয়ে সম্পর্কে জানতে হবে।

Display 


একটি মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনাকে মোবাইলের ডিসপ্লে কি রকম তা দেখতে হবে। ৫ থেকে ৬ ইঞ্চি কিনা দেখুন। ৫ থেকে ৬ ইঞ্চি হলে দেখতে ভালো লাগে। ভালো করে দেখবেন ডিসপ্লেটি ফুল HD অথবা HD+ কিনা। ডিসপ্লে HD,HD+ হলে আপনি ভালো ভাবে ভিডিও ও গেম খেলতে পারবেন। 

আরো পড়ুন 


RAM


আপনি যদি মোবাইল কোন রকমে সমস্যা ছাড়া ব্যবহার করতে চান। তাহলে আপনি মোবাইলের Ram কত জিবি তা ভালো করে দেখে নিন। মোবাইলের র‍্যাম কম হলে নানা রকম সমস্যা মধ্যে পরবেন হঠাৎ হ্যাং করবে ভালো কোন গেম লেখতে পারবেন না। তাই আপনি মোবাইল কেনার সময় ৩ থেকে ৪ জিবি র‌্যামের মোবাইল কিনবেন। এতে আপনি কোন সমস্যা ছাড়াই মোবাইল ব্যবহার করতে পারবেন।

Processor


বন্ধুরা আপনার মোবাইলের Ram মতো processor খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোবাইল কেনার সময় অবশ্যই প্রসেসর স্পিড কোর দিকে খেয়াল রাখবেন। আপনার মোবাইলের Ram যদি বেশি হয়ে থাকে কিন্তু প্রসেসর তেমন ভালো না দুর্বল তাহলে আপনার মোবাইল হ্যাং করবে। আপনি যেই মোবাইলটি কিনবে সেই মোবাইলের প্রসেসর যেন 1.5GHz অথবা 2.0HGz হয়ে থাকে। তাহলে আপনি মোবাইলটি কোন সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন।

Battery power


একটি মোবাইল ফোনে ব্যাটারী গুরুত্ব অপরিসীম। আপনার মোবাইলের ব্যাটারী ভালো না হলে আপনি মোবাইলটি কোন কাজে লাগবে না। ব্যাটারী ভালো না হলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে। আপনি গেম, ভিডিও ইত্যাদি আরো অনেক কাজ করতে পারবেন না। মোবাইল ফোন কেনার আগে ভালো করে দেখবেন Battery MaH কত। মোবাইলের যত MaH বেশি হবে মোবাইলে তত বেশি চার্জ থাকবে। আপনি একবার চার্জ দিয়ে অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। 

Camera


আমরা সবাই মোবাইল কেনার আগে যেই জিনিস সব থেকে বেশি দেখি সেটা হলো মোবাইলের ক্যামেরা। মোবাইলের ক্যামেরা মেগাপিক্সেল যত বেশি হবে মোবাইলে তত ভালো ভালো ছবি তুলা যাবে। বর্তমান মোবাইল গুলোতে ক্যামেরার মেগাপিক্সেল বেশি দেয়। তবে ভালো ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল হলে যথেষ্ট।

Internal storage


Internal storage বা ফোন মেমরি মোবাইলের জন্য গুরুত্বপূর্ণ। মোবাইল কেনার আগে অবশ্যই ভালো করে দেখবেন internal storage কত জিবি। মোবাইলের ফোন মেমরি যত বেশি হবে মোবাইল ব্যবহার করতে তত শান্তি পাবেন। Internal storage যত বেশি হবে আপনার ইচ্ছা মতো গেম ও অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আপনি যদি মোবাইল কিনবেন তাহলে ৩২ জিবি উপরে কিনার চেষ্টা করবেন। এর কম নিলে মোবাইলের মেমোরি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে।

আরো পড়ুন 


Design and style 


মোবাইল কেনার সময় অবশ্যই মোবাইলের ডিজাইন কি রকম তা ভালো করতে খেতে হবে। মোবাইলটির কালার ও ওজন কেমন তা দেখতে হবে। মোবাইলটি যত ওজন কম ও পাতলা হবে দেখতে ও খুব সুন্দর লাগবে। আর মোবাইলে কালার আপনার পছন্দ অনুযায়ী নিবেন।

Features and functions


মোবাইল ফোন কেনার সময় অবশ্যই দেখবেন মোবাইলে কি কি features and functions আছে। যেমন face look, android version, pinger pint, Wi-Fi hostspot, Bluetooth, Usb ইত্যাদি এই features and functions গুলো দেখবেন ঠিকঠাক আছে কিনা।

Mobile Brand


আপনি যে মোবাইলটি কিনবেন সেটা যেনো ব্যান্ডের হয়। ব্যান্ডের মোবাইল গুলোতে দারুন সব ফিউচার রয়েছে আর কম দামে ভালো মোবাইল পাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url