১০টি স্মার্ট ব্যবসা আইডিয়া। smart business ideas

বর্তমানে তরুণরা চাকরি থেকে বেশি ব্যবসার প্রতি আগ্রহ হয়ে উঠেছে। ব্যবসা করতে আপনার সঠিক পরিকল্পনা দরকার হবে। আর বর্তমানে এমন কিছু ব্যবসা রয়েছে যেই ব্যবসা গুলো করতে কম পুঁজি অল্প জায়গায় ও শুরু করতে পারবেন। তাই আজকে আমরা ১০টি স্মার্ট ব্যবসা আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব।

১০টি স্মার্ট ব্যবসা আইডিয়া
১০টি স্মার্ট ব্যবসা আইডিয়া 


১. ইউটিউব


বর্তমানে ইউটিউব ব্যবহার করে না এমন মানুষ খুব কম আছে। বর্তমানে মানুষ টিভি দেখা থেকে ইউটিউবে বেশি সময় দিতেছে। আপনি চাইলে ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে টাকা ইনকাম করা খুব সহজ। 

আপনি ইউটিউবে দ্রুত সফল হওয়ার জন্য ইউনিক কন্টেন্ট তৈরি করবেন। এই গুলো মানুষ জন বেশি পছন্দ করে। ইউটিউবে অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারেন যেমন রান্না, ফুট রিভিউ, ভ্লগ, ভ্রমণ, লাইফ স্টাইল, টিউটোরিয়াল, রিভিউ ইত্যাদি বিষয়ে ভিডিও বানিয়ে টাকা আয় করতে পারবেন।

আরো পড়ুন

অল্প পুঁজিতে জুতার ব্যবসা আইডিয়া

ইউটিউব ভিডিও বানানোর সেরা ১০ টি আইডিয়া ২০২২

২. অনলাইনে কোর্স বিক্রি 


অনলাইনে কোর্স বানিয়ে অনেকেই বিক্রি করতেছে। অনলাইনে কোর্স বিক্রি এখন জনপ্রিয় ব্যবসা হিসেবে গড়ে উঠেছে। অনলাইনে কোর্স তৈরি করে বিক্রি করা পর্যন্ত আপনার তেমন একটা টাকা দরকার হবে। আপনি যেই বিষয়ে জানেন যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি আপনি এই সকল বিষয়ে কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন। এই বিষয়ে কোর্স গুলো অনলাইনে বেশি বিক্রি হয়।

৩. টি-শার্ট প্রিন্ট ব্যবসা


বর্তমানে অল্প টাকা পুঁজি দিয়ে বেশি টাকা লাভ করার ব্যবসা হচ্ছে টি-শার্ট প্রিন্ট ব্যবসা। টি-শার্ট প্রিন্ট ব্যবসা শুরু করার জন্য আপনার একটি টি-শার্ট প্রিন্ট মেশিনের দরকার হবে। আরো দরকার হবে নানা রং গেঞ্জি। এই গেঞ্জি গুলোতে বিভিন্ন লেখা বা ছবি দিয়ে প্রিন্ট করে তা বিক্রি করতে পারবেন। 

টিশার্ট গুলো অনলাইন ও অফলাইন দুই ভাবে বিক্রি করতে পারবেন। আপনার প্রতি টিশার্ট কিনা থেকে প্রিন্ট করত সব মিলে ৬০ টাকা মতো খরচ হবে। এবং আপনি তা ১০০ থেকে ১২০ টাকা বিক্রি করতে পারবেন।

৪. ফাস্ট ফুড ব্যবসা


স্মার্ট ব্যবসা গুলোর মধ্যে অন্যতম একটি হলো ফাস্ট ফুড ব্যবসা। ফাস্ট ফুড খাবার গুলো চাহিদা কমবে না। আপনি অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন। ফাস্ট ব্যবসা জন্য যেখানে মানুষের সমাগম বেশি থাকে ওই সব জায়গায় স্থান নির্বাচন করবেন। ভালো করে দোকান ডেকোরেশন করবেন। ভালো ভালো খাবার রাখবেন। ফাস্ট ফুড ব্যবসা শুরু করার জন্য আপনার শুরুতে ৪ লক্ষ টাকার পুঁজি দিতে হবে। আর মাস শেষে সব খরচ বাদ দিয়ে আপনার ৩০ হাজার টাকার ও বেশি লাভ হবে।

৫. ফটোগ্রাফার


এই সময়ের মানুষের কাছে পছন্দের কাজ গুলোর মধ্যে অন্যতম একটি হলো ছবি তুলা। আপনি একটা DSLR ক্যামেরা কিনে প্রফেশনাল ভাবে ফটোগ্রাফার ব্যবসা করতে পারেন। মানুষের বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুয়ে দিয়ে টাকা ২০ থেকে ৫০ হাজার টাকার তো ইনকাম করতে পারবেন। কিন্তু এর জন্য ভালো ফটোগ্রাফার হতে হবে। এছাড়াও আপনি প্রকৃতির বিভিন্ন ছবি তুলে সেই গুলো অনলাইনে বিভিন্ন সাইটে বিক্রি করতে পারেন।

৬. মোবাইল রিপেয়ারিং ব্যবসা


মোবাইল রিপেয়ারিং ব্যবসা একটি লাভজনক ব্যবসা। মোবাইল রিপেয়ারিং ব্যবসা লস হওয়ার সম্ভাবনা অনেক কম। বর্তমানে কম বেশি সকলে কাছে স্মার্ট ফোন আছে। এই স্মার্ট ফোন গুলো কম বেশি নানা রকম কোন না কোন সমস্যা দেখা দেয়। এর সমস্যা গুলো সমাধান করার জন্য মোবাইল রিপেয়ারিং দোকানে নিয়ে যেতে হয়। আপনি চাইলে মোবাইল রিপেয়ারিং ব্যবসা শুরু করতে পারেন। যেমন আপনার পুঁজি কম লাগবে তেমনি সময় ও কম লাগবে।


৭. কসমেটিক্স ব্যবসা


কসমেটিক্স পণ্য চাহিদা সারা বছর থাকে। ছেলেদের তুলনায় মেয়েরা কসমেটিক্স পণ্য গুলো ব্যবহার করে। আপনি যদি বিভিন্ন দেশে থেকে কসমেটিক্স পণ্য গুলো এনে গুলো বিক্রি করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে অনেক খারাপ কসমেটিক্স পণ্য বিক্রি করে আপনি এর থেকে দূরে থাকবেন। আপনি সব সময় আসল জিনিস বিক্রি করবেন। কসমেটিক্স ব্যবসা শুরু করার জন্য আপনার শুরুতে ৩ থেকে ৫ লক্ষ টাকার মতো পুঁজি লাগবে।

৮. আইসক্রিম শপ ব্যবসা


আইসক্রিম শপ একটি সুন্দর ও লাভজনক ব্যবসা। আইসক্রিম ব্যবসা বেশি লাভ হয় গরম কালে। প্রচন্ড গরমের মধ্যে একটু স্বস্তি জন্য আমরা আইসক্রিম কিনে খায়। একটি সঠিক স্থান নির্বাচন করে আইসক্রিম শপ দিয়ে ব্যবসা শুরু করুন। আইসক্রিম ব্যবসা করতে শুরুতে ১ লক্ষ টাকার মতো দরকার হবে। আপনি যত পুঁজি দিবেন মাসে তত বেশি লাভ করতে পারেন।


৯. বিউটি পার্লার


সৌন্দর্য আর রুপচর্চা জন্য মানুষ বিউটি পার্লার যায়। বর্তমানে বিউটি পার্লারে ব্যবসা করে অনেকেই লাভবান হচ্ছে। মেয়েরা সাজগোজ করার জন্য বিউটি পার্লার যায় বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে মেয়েরা বিউটি পার্লার যায়। আপনি অল্প পুঁজিতে বিউটি পার্লার ব্যবসা শুরু করতে পারবেন। এটি লাভজনক ব্যবসা

১০. অনলাইনে শপ


বর্তমানে অনলাইনে ব্যবসা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছে। এই ব্যবসা করে অনেক তরুণ তরুণী মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। আপনি অনলাইনে বিভিন্ন জিনিস পত্র বা জামা কাপড় বিক্রি করতে পারেন। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবেন। অনলাইন শপ দেওয়া জন্য ১০ হাজার টাকা পুঁজি দিলে ও চলবে। 

আরো পড়ুন 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url