বাংলাদেশি ইউটিউবারদের আয়। আয়ের শীর্ষে ১০ জন ইউটিউবার

ইউটিউব ভিডিও আমরা সবাই দেখি এবং আমরা এইটা ও জানি ইউটিউব ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। বর্তমানে আমাদের দেশে এমন ইউটিউবার আছে যাদের আয় মাসে লক্ষ টাকার ও উপরে। 

বাংলাদেশি ইউটিউবারদের আয়। আয়ের শীর্ষে ১০ জন ইউটিউবার
বাংলাদেশি ইউটিউবারদের আয়। আয়ের শীর্ষে ১০ জন ইউটিউবার 

ইউটিউব এই মানুষ গুলো জীবন বদলে দিয়েছে এবং এর পাশাপাশি এরা দশকের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকে । তাই আজকে আমরা বাংলাদেশি ১০ জন ইউটিউবারদের আয় নিয়ে কথা বলব তারা মাসে কত টাকা আয় করে এবং তাদের চ্যানেলে বর্তমানে কত জন সাবস্ক্রাইবার রয়েছে।

10. RnaR 


বন্ধুরা আমাদের তালিকা ১০ নম্বরে রয়েছে RnaR ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলটিতে বিভিন্ন রকমের মুভির রোস্টিং ভিডিও তৈরি করা হয়। বর্তমানে এই 1.31 million subscribers রয়েছে। চ্যানেলটি বাংলাদেশে অনেক জনপ্রিয়।

 চ্যানেলটি যাত্রা শুরু করে ১১ সেপ্টেম্বর ২০১৭ সালে। এই পর্যন্ত চ্যানেলটিতে ভিউ সংখ্যা ১৫৬,০০৪,৭৭৩ জন ভিডিওর মধ্যে ভিউ হয়েছ। এই চ্যানেলটি social blade মতে $1.1k বা এক হাজার একশো ডলার।

আরো পড়ুন 



9. Tawhid afridi


Tawhid afridi হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগার। বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ ভিডিও তৈরি করে চ্যানেলটিতে আপলোড করা হয়। এছাড়া ও এই চ্যানেলে বিভিন্ন রকমের ফানি ভিডিও ও আপলোড করা। tawhid afridi তার নিজের নামে চ্যানেলটি খুলে।

 চ্যানেলটি যাত্রা শুরু করে ৩ ফেব্রুয়ারি ২০১৫ সালে। বর্তমানে এই চ্যানেল ভিউ সংখ্যা ৪১৫,৭৬৪,৩০৬ বর্তমানে এই চ্যানেল 4.64 million সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলটি মাসে আয় করে $1.3k বা এক হাজার তিনশত ডলার।


৮. Pagla director


Pagla director চ্যানেলটিতে জাপানি কমেডি ভিডিও কে বাংলায় ডাবিং করে আপলোড করা হয়। বাংলাদেশের ইউটিউব ব্যবহারকারী একবার হলে ও কাইশ্যার ভিডিও বা pagla director চ্যানেলর ভিডিও দেখছে।

 চ্যানেলটি প্রত্যেকটি ভিডিও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চ্যানেলটি যাত্রা শুরু করে ৮ মে ২০১৭ সালে। এই পর্যন্ত চ্যানেলটিতে ভিউ হয়েছে ৭১১,০৪১,৭২১ ভিউ। চ্যানেলটি মাসে ইনকাম করে $2.3k বা দুই হাজার তিনশত ডলার। Fb Caption Bangla

৭. Pinikpi 


Pinikpi ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো অনেকটা মায়াজাল ইউটিউব চ্যানেল মতো ভিডিও আপলোড করে। চ্যানেলটি ভিডিও গুলো অনেক জনপ্রিয়। চ্যানেলটি 2.47 million সাবস্ক্রাইবার রয়েছে। ভিউ হয়েছে ৪৯৮,১০৫,৯৪১, এই ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু করে মে ২০, ২০১৭ সালে। ইউটিউব চ্যানেলটি মাসে ইনকাম $3.500 বা তিন হাজার পাঁচশো ডলার। 

৬. Random video channel


এই চ্যানেলটিতে বিভিন্ন গান ও মুভির রিভিউ দিয়ে থাকে। বর্তমানে চ্যানেলটি অনেক জনপ্রিয়। এই চ্যানেলের প্রতেকটি ভিডিও গড়ে ৫০০ লক্ষ উপর ভিউ হয়। তাহলে বুঝতে পারছেন চ্যানেলটি জনপ্রিয়তা কেমন।

 বর্তমানে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে 2.44 million। এই পর্যন্ত চ্যানেলটিতে ভিউ হয়েছে ৪৯১,৪২৭,৩৯০। এই চ্যানেলের পপুলার ভিডিওটা ১১ মিলিয়ন ভিউ পেয়েছে। এই চ্যানেলটি মাসে আয় করে $5.0k অথবি পাঁচ হাজার ডলার।

৫. Mr. Triple R


যারা ফ্রি ফায়ার গেম খেলে তাহলে তারা Mr. Triple R চ্যানেলের ভিডিও দেখেছেন। এটি একটি গেমিং চ্যানেল এই চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও আপলোড করা হয়। Mr. Triple R বাংলাদেশের একজন সেরা ফ্রি ফায়ার প্লেয়ার। ২৪ ডিসেম্বর ২০১৮ সালে তারা চ্যানেলটির যাত্রা শুরু হয়।

 এই পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে ভিউ সংখ্যা ৬৭৪,৬৪৬,৬৪৭ ভিউ। তার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 4.21 million। তাছাড়াও এই ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ভিডিওতে ভিউ হয়েছে ৪.৩ মিলিয়ন । Mr. Triple R চ্যানেলটি মাসে ইনকাম করে $5.0k বা পাঁচ হাজার ডলার। 

৪. Around me bd 


Around me bd এই চ্যানেলে বিভিন্ন রান্না করা ভিডিও আপলোড করা। এই চ্যানেলে যে রান্নার ভিডিও গুলো গুলো আপলোড দেয় তা এক দুই জনের রান্নার করা  ভিডিও না একসাথে তিনশো চারশো মানুষের জন্য রান্না করা ভিডিও আপলোড দেয়। এই চ্যানেলটি বাংলাদেশে ও ভারতে ব্যাপক জনপ্রিয়। 

১ সেপ্টেম্বর ২০১৬ সালে ইউটিউবে যাত্রা শুরু করে। চ্যানেলটিতে এই পর্যন্ত ভিউ হয়েছে ১,৩০০, ৫৭৬,০২১। around me bd চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 4 million। চ্যানেলটির জনপ্রিয় ভিডিও তে ভিউ হয়েছে ৯২ মিলিয়ন। চ্যানেলটি মাসে আয় করে $5,300k অথবা পাঁচ হাজার তিনশত ডলার। 

৩. The ajaira Ltd 


বন্ধুরা আমরা যারা ইউটিউব ইউজ করতেছি তারা একবার হলে ও The ajaira Ltd ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছি। বাংলাদেশে The ajaira Ltd ইউটিউব চ্যানেল ভিডিও দেখে নাই যে এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এই চ্যানেলে বিভিন্ন ফানি ভিডিও, মিউজিক ভিডিও এবং বর্তমানে ওয়েব সিরিজ আপলোড করতেছে। 

চ্যানেলটি বাংলাদেশে অনেক জনপ্রিয়। চ্যানেলটি বেশি জনপ্রিয়তা পায় বসে বসে গানটির মাধ্যমে এটি এই চ্যানেলের জনপ্রিয় ভিডিও এর ভিউ হয়েছে ৩৬ মিলিয়ন। যাত্রা শুরু পর থেকে এখন পর্যন্ত চ্যানেলটিতে ভিউ হয়েছে ৪০৫,১০১, ২১৫ ভিউ। চ্যানেলটি বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা 4.28 million। চ্যানেলটি মাসে আয় করে $6.0k অথবা ছয় হাজার ডলার। 

আরো পড়ুন 



২. Farjana drawing academy 


ইউটিউব চ্যানেলটির নাম দেখে বুঝে গেছেন যে চ্যানেলটি কি ধরনের। এই চ্যানেলে বিভিন্ন রকমের drawing ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি সত্যি অসাধারণ ও drawing গুলো একবারে অসাধারণ হয়। ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করে ১৫ সেপ্টেম্বর ২০১৬ সালে।

 ইউটিউবে চ্যানেলটিতে ভিউ হয়েছে ১,০৩৮, ৭৩২,৮৬১ ভিউ। চ্যানেলটি জনপ্রিয় ভিডিও টি ৩৪ মিলিয়ন ভিউ পেয়েছে। বর্তমানে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে 7.3 million। farjana drawing academy মাসে ইনকাম করে $8.0k বা আট হাজার ডলার। 

১. Mayajaal 


বন্ধুরা আমাদের তালিকা ১ নাম্বারে ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমাদের সবার প্রিয় চ্যানেল মায়াজাল। চ্যানেলটি বাংলাদেশে ও ভারতে অনেক জনপ্রিয়। অনেক মানুষ ভাবে যে মায়াজাল ইউটিউব চ্যানেলটি কোন দেশের ভারত না বাংলাদেশের। আসল কথা হচ্ছে এটি বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল।

 বর্তমানে এই চ্যানেল 8.8 million সাবস্ক্রাইবার রয়েছে। ১,১৭১,১৩৩,০৮৬ এই পর্যন্ত চ্যানেলটিতে ভিউ হয়েছে। মায়াজাল ইউটিউব চ্যানেল যাত্রা শুরু করে ১৪ মে ২০১৭ সালে। মায়াজাল ইউটিউব চ্যানেল মাসে আয় করে $10k বা দশ হাজার ডলার। 

আরো পড়ুন 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url