বিশ্বের সবচেয়ে বড় ১০টি ইউটিউব চ্যানেল

ইউটিউব পৃথিবীর দ্বিতীয় সার্চ ইঞ্জিন। ইউটিউব ভিডিও দেখে না এমন মানুষ আছে কি না সন্দেহ। ফেসবুকের পর দ্বিতীয় জনপ্রিয় সোশ্যাল সাইট। ইউটিউব কারনে অনেক মানুষ রাতারাতি সেলিব্রেটি হয়ে যাচ্ছে। আবার কেউবা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতছে। বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বিশ্বের সবচেয়ে বড় ১০টি ইউটিউব চ্যানেলে

বিশ্বের সবচেয়ে বড় ১০টি ইউটিউব চ্যানেল
বিশ্বের সবচেয়ে বড় ১০টি ইউটিউব চ্যানেলে 

১. T-series


T- series বর্তমানে পৃথিবীর সব থেকে বড় এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেল। চ্যানেলটি যাত্রা শুরু করে ১৩ মার্চ ২০০৬ সালে। এটি ইন্ডিয়ান একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে মূলত বলিউডের মুভির গান ও মুভির টেইলার দেওয়া হয়। বর্তমানে এই চ্যানেল ২০২ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে।

আরো পড়ুন 



২. Comkomelon 


T-series পর দ্বিতীয় সেরা ইউটিউব চ্যানেল হচ্ছে comkomelon। বর্তমানে ইউটিউবে বেশ জনপ্রিয় একটি চ্যানেল। চ্যানেলটি যাত্রা শুরু করে ২ সেপ্টেম্বর ২০০৬ সালে। চ্যানেলটিতে বিভিন্ন কার্টুন এনিমেশন ভিডিও আপলোড করা হয়। বিশেষ করে ছোট ছেলে মেয়েদের কাছে চ্যানেলটি ব্যাপক জনপ্রিয়। চ্যানেলটিতে বর্তমানে ১২৫ মিলিয় সাবস্ক্রাইবার রয়েছে।

৩. Set india 


Set india ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার দিকে থেকে comkomelon ইউটিউব চ্যানেলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। এটি একটি entertainment চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন রকমের টিভি শো, যেমন আমাদের সবার প্রিয় the kapil Sharma টিভি শো গুলো দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও আরও বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকে। বর্তমানে চ্যানেলটিতে ১২২ মিলিয় সাবস্ক্রাইবার রয়েছে। ২১ সেপ্টেম্বর ২০০৬ সালে চ্যানেলির যাত্রা শুরু করে। 
 

৪. PewDiepi


Set india পর চতুর্থ সেরা ইউটিউব চ্যানেল হচ্ছে PewDiepi ইউটিউব চ্যানেল। আমরা যারা ইউটিউব ব্যবহার করি তারা একবার হলেও এই চ্যানেলর ভিডিও দেখেছি। এই চ্যানেলটি যাত্রা শুরু করে ২৯ এপ্রিল ২০১০ সালে। বর্তমানে এই চ্যানেল ১১১ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে বিভিন্ন ফানি ভিডিও আর গেমিং ভিডিও আপলোড করা হয়।

৫. WWE


বন্ধুরা আমাদের তালিকা ৫ নাম্বারে যে চ্যানেলটি রয়েছে তা নাম হলো WWE। এটি একটি আমেরিকার চ্যানেল। WWE রেসলিং কোম্পানির চ্যানেল। WWE রেসলিং খেলা দেখে নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে। বন্ধুরা এই রেসলিং কোম্পানিতে আমাদের সকলের প্রিয় খেলোয়াড় গুলো খেলে থাকে

 যেমন দ্যা রক, জান চিনা, রোমেন রিংস, আন্ডার টেকার মতো খেলোয়াড় গুলো। এই ইউটিউব চ্যানেলটি বিভিন্ন রেসলিং ভিডিও গুলো আপলোড করা হয়ে থাকে। বর্তমানে চ্যানেলটিতে ৮৪.৪ মিলিয় সাবস্ক্রাইবার রয়েছে। ১১ মে ২০০৭ সাথে চ্যানেলটি যাত্রা শুরু করে।

৬. Zee music company


তালিকার ৬ নাম্বার যেই ইউটিউব চ্যানেলটি রয়েছে তার নাম হলো zee music company। এটি একটি ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে T- series মতো বলিউডের বিভিন্ন মুভির গান আর মুভির টেইলার ভিডিও আপলোড করে থাকে। এটি ব্যাপক জনপ্রিয়ত একটি ইউটিউব চ্যানেল। চ্যানেলটি যাত্রা শুরু করে ১২ মার্চ ২০১২ সালে। বর্তমানে এই চ্যানেল ৮০.২ মিলিয় সাবস্ক্রাইবার রয়েছে। দিন দিন বেড়ে চলছে সাবস্ক্রাইবার সংখ্যা। 

৭. 5 minute crafts 


বন্ধুরা 5 minute crafts চ্যানেলটি বর্তমানে ছোট বড় সকলের কাছে জনপ্রিয়। 5 minute crafts চ্যানেলে বিভিন্ন রকমের কারু কাজ দেখানো হয়। এই চ্যানেলে ফেলে দেওয়া বিভিন্ন রকমের জিনিস নতুন করে সেই জিনিস গুলোকে কিভাবে ব্যবহার বা বিভিন্ন রকমের ডিজাইন করতে হয় তা নিয়ে ভিডিও তৈরি করে। বর্তমানে চ্যানেলটিতে ৭৫.১ মিলিয় সাবস্ক্রাইবার রয়েছে। ১৫ নভেম্বর ২০১৬ সালে চ্যানেলির যাত্রা শুরু করে। এটি অসাধারণ একটি চ্যানেল।

৮. Justin bieber 


Justin bieber গান শুনেন নাই যে এমন মানুষ খুব কম আসে। justin bieber একজন কানাডিয়ান সিংগার। Justin bieber একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলের নাম হচ্ছে Justin bieber। বর্তমানে তার চ্যানেল ৬৬.৮ মিলিয় সাবস্ক্রাইবার রয়েছে। ছেলেটার যেমন চেহারা সুন্দর তেমন তার গান গুলো ব্যাপক জনপ্রিয়। তার চ্যানেলটি যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০০৭। 

আরো পড়ুন 



৯. Canal kondzilla 


Justin bieber পর যে ইউটিউব চ্যানেলটি আছে তার নাম হচ্ছে canal kondzilla। এইটি একটি ব্রাজিলিয়ান মিউজিক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন রকমের মিউজিক ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি যাত্রা শুরু করে ২২ মার্চ ২০১২ সালে। বর্তমানে এই চ্যানেল ৬৫.২ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 

১০. Dude perfect 


বন্ধুরা সাবস্ক্রাইবার আর জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের ১০ নাম্বার ইউটিউব চ্যানেল হচ্ছে Dude perfect। এই একটি আমেরিকার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন রকমের খেলা কমেডি ভিডিও আপলোড করা হয়। ১৭ মার্চ ২০০৯ সালে চ্যানেলটি চালু করা হয়। বর্তমানে এই চ্যানেল ৫৬.৯ মিলিয়ন সা রয়েছে আর কিছু দিন পরে ৫৭ মিলিয়ন হয়ে যাবে। 

আরো পড়ুন 


Next Post Previous Post
2 Comments
  • Arman Hossain
    Arman Hossain ১০ সেপ্টেম্বর, ২০২২ এ ১:০৮ PM

    খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

    • Abc
      Abc ১২ সেপ্টেম্বর, ২০২২ এ ৫:১৪ PM

      ধন্যবাদ

Add Comment
comment url