১০টি কৃষি ব্যবসার আইডিয়া। 10 Agricultura business ideas

আপনি কি ব্যবসা করার কথা চিন্তা করতেছেন। কিন্তু কোন আইডিয়া খুঁজে পাচ্ছেন না। আপনার জন্য কৃষি পণ্যের ব্যবসা লাভজনক হতে পারে। কৃষি চাহিদা অতীতে ও ছিল বর্তমানে ও আর ভবিষ্যতে ও থাকবে। এর চাহিদা কোন দিন ও কম হবে। কৃষি আমাদের জীবনে প্রত্যেক ও পরোক্ষ ভাবে জড়িত।

১০টি কৃষি ব্যবসার আইডিয়া
১০টি কৃষি ব্যবসার আইডিয়া 

১. জৈব সার ব্যবসা


কৃষি কাজ করার জন্য জৈব সার প্রয়োজন। ফসলে  জৈব সার ব্যবহার করলে ফসল উৎপাদন ভালো হয়। আমাদের দেশে অনেক আগে থেকেই বাণিজ্যিক ভাবে জৈব সার উৎপাদন করা হচ্ছে। 

জৈব সার গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, ছাই, কচূরি পানা, খড় কুড়ো ইত্যাদি দিয়ে জৈব চার তৈরি করা যায়। আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন।

আরো পড়ুন 




২. মাশরুম চাষ


মাশরুম একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। বর্তমানে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। আপনি চাইলে এই ব্যবসা টা করতে পারেন। এটি অনেক লাভজনক ব্যবসা। মাশরুম সাধারণত ১৫ দিনের খাওয়ার জন্য উপযোগী হয়ে যায়।

৩. নার্সারি


আপনি একটি নার্সারি দিয়ে সেখান নানা রকমের গাছ উৎপাদন করতে পারবেন। যেমন ফল, ফুল, বিভিন্ন রকমের ঔষধী গাছ উৎপাদন করতে পারবেন। আপনি একটি নার্সারি দিয়ে সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনার উৎপাদন করা গাছ গুলো বিভিন্ন কৃষি মেলায় বা অনলাইনে ও বিক্রি করতে পারবেন।

৪. খামার 


আপনি যদি গ্রামের থাকেন তাহলে আপনি খামার দিতে পারেন। খামারে যেমন গরু ছাগল হাঁস মুরগি, কবুতর ইত্যাদি। আপনি প্রতিদিন গরু ছাগলের দুধ বিক্রি করতে পারবেন। তাছাড়া কোরবানী আসলে তো জানেন গরুর আমাদের দেশে কেমন চাহিদা থাকে।

 ছাগলের চাহিদা ও কোন অংশে কম নয়। বর্তমানে অনেক যুবক খামার ব্যবসার সাথে আছে। আপনি ও চাইলে শুরু করতে পারেন। আপনি খামার দেওয়ার আগে প্রশিক্ষণ গ্রহন করতে হবে। তারপর আপনার কাছে যদি মূলধন বেশি না থাকে তাহলে ৫ টা গরু আর ৫ টা ছাগল দিয়ে শুরু করেন। 

৫. ফুল চাষ 


ফুল পছন্দ করে না যে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। ফুল বিয়ে, রাজনৈতিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে লাগে। আর ফুল চাষ একটি লাভজনক ব্যবসা। ফুল চাষে তেমন ঝামেলা নেই। আপনি বিভিন্ন রকমের ফুল চাষ করতে পারেন। ফুল চাষ বাড়ির ছাদে ও করা যায়।

৬. মাছ চাষ


মাছ চাষ অনেক লাভজনক। আপনি যদি সঠিক ভাবে মাছ চাষ করতে পারেন তাহলে আপনি এক বছরের মধ্যে কোটি পতি হয়ে যাবেন। মাছ চাষ করার আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। না হলে খুব ক্ষতি হয়ে যাবে। 

আপনি যদি শহরে থাকে তাহলে বাড়ির ছাদে বায়োফ্লক মাধ্যমে মাছ চাষ করতে পারবেন। বর্তমানে বায়োফ্লকে মাছ চাষ অনেক জনপ্রিয় হয়ে উঠছে। তাছাড়া আপনি গ্রামে থাকলে নিজের পুকুর কিংবা অন্য কারো থেকে লিস্ট নিয়ে মাছ চাষ করতে পারেন।

আরো পড়ুন 



৭. ফল চাষ 


ফল চাষ অনেক লাভজনক। একবার গাছ লাগাবেন পরে সেখান থেকে বছর বছর ফল পাবেন। এই ব্যবসা শুরু করার পর আপনাকে একবার ইনভেস্ট করববেন। এর পরে গাছে ফুল আসলে এবং ফল আসার আগে পোকা দমনের জন্য বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করবেন। 

৮. কবুতর পালন


বর্তমানে কবুতর একটি জনপ্রিয় পাখি। গ্রামে শহরে মানুষ পালতেছে। অনেক সখের বসে পালন করলে ও বর্তমানে এটি লাভজনক ভাবে উৎপাদন হচ্ছে। আপনি ও চাইলে বাড়ির ছাদে ঘর তৈরি করে কবুতর পালন করতে পারবেন। শুরুতে অল্প কিছু দিয়ে শুরু করেন। পরে তা বাণিজ্য ভাবে করতে পারবেন। বর্তমানে কবুতরের চাহিদা অনেক।

৯. সবজি চাষ


সবজির সারা বছর চাহিদা থাকবে। আপনি চাইলে সবজি চাষ করতে পারেন। এটি অনেক লাভজনক। বিশেষ করে মৌসুমী সবজি গুলোর মধ্যে ভালো লাভ পাওয়া যায়। তাই আপনি ও শুরু করতে পারেন।

১০. মুক্তা চাষ


মুক্তা চাষ আমাদের দেশের আবহাওয়া চাষের জন্য উপযোগী। মুক্তা একটি মূল্যবান দামি রত্ন। আপনি চাইলে পুকুরে এই মুক্তা চাষ করতে পারেন। মুক্তা চাষ বাংলাদেশে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে।

আরো পড়ুন 

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২৭ ডিসেম্বর, ২০২১ এ ১০:২০ AM

    nice

Add Comment
comment url