ফেসবুক কি? ফেসবুক কিভাবে আয় করে

ফেসবুক বা (meta) পৃথিবীর সেরা সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। পৃথিবীর বেশিরভাগ মানুষের ফেসবুক meta অ্যাকাউন্ট আছে।

 
ফেসবুক কি? ফেসবুক কিভাবে আয় করে
ফেসবুক কি? ফেসবুক কিভাবে আয় করে 


আপনি ফেসবুক ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন খুব সহজে। ফেসবুক (meta) Google play store থেকে 5B+ ডাউনলোড করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন ফেসবুক (meta) কেমন জনপ্রিয়। 

ফেসবুক কি 


ফেসবুকের বর্তমান নাম meta হচ্ছে ফ্রি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। ফেসবুক ব্যবহার করার জন্য আপনার দরকার হবে স্মার্ট ফোন কম্পিউটার বা ল্যাপটপ। আর লাগবে একটি ফেসবুক অ্যাকাউন্ট।

 ফেসবুক ব্যবহার করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে। ফেসবুক ২০০৪ সালে মার্ক জাকারবার্গ (mark Zuckerberg) প্রতিষ্ঠা করেন। ফেসবুক ব্যবহার করে আপনি সহজে পৃথিবীর যে কোনো মানুষ সাথে যোগাযোগ করতে পারবেন। 

ফেসবুকে ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনি আপনার প্রোফাইলে বিভিন্ন স্ট্যাটাস, ইনফরমেশন, ভিডিও, ইমেজ ইত্যাদি শেয়ার করতে পারবেন খুব সহজে। 

আরো পড়ুন 



 

ফেসবুকে কি কি করতে পারবেন 


ফেসবুক ফ্রি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হওয়াই ফেসবুকের মধ্যে অনেক কিছু ব্যাবহার করতে পারবেন।

ফেসবুক মার্কেট প্লেস (Facebook Market place) 


ফেসবুকে ব্যবসা বাণিজ্য করার জন্য ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করা হয়। এটা ফেসবুকের ফ্রি সার্ভিস। Facebook Market place ব্যবহার করে আপনার যেকোন পণ্য বা সহজে বিক্রি করতে পারবেন। সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবেন। 

ফেসবুক লাইভ (Facebook live) 


ফেসবুক লাইভ ব্যবহার করে সহজে আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে পৌঁছে যেতে পারবেন। এটি ফেসবুকের দারুণ একটি সার্ভিস। ফেসবুক লাইভ ব্যবহার করলে সহজে আপনার ফ্রেন্ড ফলোয়ার বাড়বে। 

ফেসবুক পেজ (Facebook page) 


ফেসবুক পেজ দুই ধরনের হয় বিজনেস পেজ আর ফ্যান পেজ। বিজনেস পেজের মাধ্যমে আপনি আপনার পণ্য বা প্রডাক্ট বা সার্ভিস বিক্রি করতে পারবেন। আর ফ্যান পেজের মধ্যে ভিডিও শেয়ার করে টাকা আয় করতে পারবেন ।

ফেসবুক গ্রুপ (Facebook group) 


আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে কোন না কোন গ্রুপ জয়েন আছেন। ফেসবুক গ্রুপে অনেক ফ্যান ফলোয়ার থাকে। তারা তাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন, ভিডিও, ইমেজ, স্ট্যাটাস, ইত্যাদি শেয়ার করে। ফেসবুক গ্রুপ অনেক জনপ্রিয়। আপনি ফেসবুক গ্রুপে আপনার ব্যবসা প্রচার করতে পারেন। এটি একদম ফ্রি। 

এছাড়াও আপনি বিভিন্ন পোস্ট লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডের কাছে। তারপর আপনি ম্যাসেজারে ফ্রি চ্যাটিং করতে পারবেন

 আপনার বন্ধুদের বা আপনার ফ্রেন্ড লিস্টে যে কেউর সাথে। ভিডিও কলে কথা ও বলতে পারবে। বিভিন্ন story শেয়ার করতে পারবেন। messenger মধ্যে গ্রুপ খুলতে পারবেন। 

ফেসবুক কিভাবে আয় করে 


ফেসবুক তো ফ্রি তাহলে ফেসবুক কিভাবে টাকা আয় করে থাকে আপনার মনে একবার হলে ও এই প্রশ্ন এসেছে। ফেসবুক অনেক রকম উপায় আয় করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে আয় করে বিজ্ঞাপনের মাধ্যমে। 

ফেসবুকের ইনকামের ৮৫ ভাগ বিজ্ঞাপন দেখিয়ে আয় করে। অনেক নামি দামি কোম্পানি তাদের পণ্য বা ব্যান্ড প্রচারের জন্য ফেসবুকে অ্যাড দেয়। ফেসবুক অ্যাড দিয়ে সহজে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে।

 এছাড়াও ফেসবুক বিজনেস বা ফ্যান পেজ প্রমোট করে ফেসবুক টাকা ইনকাম করে থাকে। তারপর প্রডাক্ট বুটস্টিং ইত্যাদি থেকে অনেক টাকা আয় করে থাকে। আপনি ভিডিও দেখার সময় বিজ্ঞাপন আসে আবার ডিসপ্লেতে স্পন্সারস পোস্ট আসে। ফেসবুকের আয় দিন দিন বেড়ে চলছে। 

আরো পড়ুন 



কিভাবে ফেসবুক থেকে আয় করবেন 


আপনি চাইলে ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। ফেসবুক নিজে ও আয় করে আবার আপনাকে ও আয় করার সুযোগ করে দিয়েছে। আপনি যেভাবে ফেসবুক থেকে আয় করবেন। 

যেমন প্রডাক্ট বিক্রি করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ভিডিও তৈরি করে আর্টিকেল শেয়ার করে, পেজ বিক্রি করে ইত্যাদি থেকে আপনি টাকা ইনকাম বা আয় করতে পারবেন। 

আরো পড়ুন 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url