অনলাইন ব্যবসা কি? ৫টি অনলাইন ব্যবসা আইডিয়া

বর্তমান যুগ ইন্টারনেট যুগ। এই ইন্টারনেট ও কম্পিউটারকে কাজে লাগিয়ে ঘরে বসে ব্যবসা শুরু করতে পারেন। এই অনলাইন ব্যবসা শুরু করে আপনার প্রডাক্ট বা সার্ভিস পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে পারবেন। ঘরে বসে সহজে মানুষের কাছে আপনার পণ্য নিয়ে পৌঁছে যেতে পারছেন। নারী পুরুষ উভয় অনলাইনে ব্যবসা করে সাবলম্বী হয় উঠছে।

অনলাইন ব্যবসা কি? ৫টি অনলাইন ব্যবসা আইডিয়া
অনলাইন ব্যবসা কি? ৫টি অনলাইন ব্যবসা আইডিয়া 


কেন আপনি অনলাইন ব্যবসা করবেন? 

অনলাইনে কোন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করলে আপনি সহজে আপনার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন। আপনার পণ্য কাস্টমারকে দেওয়া ও টাকা নেওয়া পর্যন্ত সব আপনি ঘরে বসে করতে পারবেন। 

যা আপনি অফলাইন ব্যবসার মধ্যে পাবেন না। এখানে অধিক টাকার আয়ের সুযোগ রয়েছে। এজন্যই আপনার সঠিক প্রডাক্ট নির্বাচন করতে হবে। এবং দ্রুত ডেলিভারি দিতে হবে। পণ্য ঠিক ভাবে ডেলিভারি দেওয়ার বিষয়টি একটু ভালোভাবে খেয়াল রাখবেন। 

কিভাবে অনলাইন ব্যবসা শুরু করবে 

বর্তমানে অনলাইন ব্যবসা অনেক সহজে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে আপনি সহজে ঘরে বসে ব্যবসা শুরু করতে পারবেন । বর্তমানে অসংখ্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন 

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডিন, ইমেল, পিন্টারেস্ট ইত্যাদি সাহায্য আপনি আপনার পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবেন। 

অনলাইন ব্যবসা ও অফলাইন ব্যবসার পার্থক্য 

অফলাইন ব্যবসা (offline business) 

অফলাইন ব্যবসা শুরু করার জন্য আপনাকে অনেক নিয়ম কারন মানতে হবে। আর যদি বিনিয়োগের কথা বলি তাহলে অনেক টাকা অফলাইন ব্যবসার মধ্যে বিনিয়োগ করতে হবে। 

এখানে আপনাকে সঠিক জায়গায় নির্বাচন করে দোকান নিতে হবে। আবার মাসে মাসে দোকান ভাড়া দিতে হবে। আপনি ২৪ ঘন্টা দোকান খোলা রাখতে পারবেন না। এখানে আপনি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাস্টমার পাবেন। 

অনলাইন ব্যবসা (online business) 

অনলাইনে ব্যবসা করতে আপনার কোন দোকান বা অফিস নিতে হবে না। অল্প টাকা বিনিয়োগ করে। ঘরে বসে সহজে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশন করে ব্যবসা চালিয়ে নিতে পারবেন। 

এখানে আপনি ২৪ ঘন্টা ব্যবসা চালাতে পারবেন। আপনি সহজে পুরো দেশে আপনার প্রডাক্ট ডেলিভারি দিতে পারেন। শুধু আপনার দরকার দক্ষ জনবল। আপনি অনেক সুবিধা পাবেন। 

 অনলাইন ব্যবসা আইডিয়া 

আরো পড়ুন :


১. জামা কাপড় ব্যবসা 

আমাদের তালিকা ১ নাম্বারে রাখছি জামা কাপড় ব্যবসা কে। আপনি চাইলে অল্প টাকা বিনিয়োগ করে জামা কাপড় বিক্রি করতে পারেন। অনলাইন কাপড় ব্যবসা অনেক জনপ্রিয়। 

এখানে আপনি ছোট থেকে বড় অনেক কাস্টমার পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন পণ্যর মান ভালো রাখবেন। এবং ভালোমতো বিজ্ঞাপন দিবেন। তাহলে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন ।


২. ডোমেন হোস্টিং ব্যবসা 

ডোমেন হোস্টিং একটি লাভজনক অনলাইন ব্যবসা। আপনি ভালো বিজনেস প্ল্যান নিয়ে আগাতে হবে। ডোমেইন হোস্টিং বিজনেস দুই ভাবে শুরু করতে পারবেন। এখানে আপনি সরাসরি নিজে সার্ভার শুরু করতে পারেন এইটা অনেকটা ব্যায় বহুল। আর যদি বেশি বিনিয়োগ করতে না চান তাহলে রিসেলার প্ল্যান নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। অবশ্যই ভালো সার্ভিস দিতে হবে। 

৩. ঘড়ি ব্যবসা 

অল্প পুঁজিতে আপনি অনলাইনে ঘড়ি ব্যবসা শুরু করতে পারেন। ঘড়ি ব্যবসা শুরু করার জন্য আপনার কাছে যদি ১০ হাজার টাকাও থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন। ঘড়ির ডিজাইন গুলো অন্যদের থেকে আলাদা রাখবেন। তাহলে মানুষ আপনার ঘড়ির প্রতি একটু বেশি আকর্ষণ করবে। 

৪. আচার ব্যবসা 

আচার আমাদের সবার প্রিয়। বিশেষ করে গ্রামের তৈরি মহিলাদের হাতে তৈরি আচার গুলো বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে আচার ব্যবসা শুরু করতে পারেন। 

গ্রামের মহিলাদের দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে ভালো করে প্যাকেজিং করে ফেসবুক পেজ অথবা আপনার ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। 

৫. ড্রপ শিপিং ব্যবসা 

আপনার কাছে যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে পারবেন। কোন সুনাম ধন্য প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বিক্রি করবেন। 

যেমন অ্যামাজন, আলিবাবা, আলী এক্সপেস থেকে পণ্য নিতে পারেন। পণ্য নেওয়ার সময় পণ্যর মান ভালো ভাবে যাচাই বাছাই করবেন। সব সময় চেষ্টা করবেন কম টাকায় নেওয়ার। 

ড্রপ শিপিং ব্যবসা আপনি কোন রকম বিনিয়োগ ছাড়া শুরু করতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েব সাইট বানিয়ে তাকে ভালো ভাবে কাস্টমাইজ করে আপনার সিলেক্ট করা পণ্য প্রচার শুরু করে দিতে পারবেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url